
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল ৩ জুন। কিন্তু সব বিদেশিদের পাবে না ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএল শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। তারপর থেকে অন্যন্য সিরিজ শুরু হয়ে যাবে। তাই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তাঁদের সব প্লেয়ারকে ছাড়তে নাও পারে। তবে দলের সেরা বিদেশিদের পাওয়ার সম্ভাবনাই বেশি। শোনা যাচ্ছে, বুধবার গুজরাট দলে যোগ দেবেন জস বাটলার এবং জেরাল্ড কোয়েৎজি। ফ্র্যাঞ্চাইজির বিদেশিদের মধ্যে একমাত্র এই দু'জনই দেশে ফিরে গিয়েছিল। রশিদ খান, কাগিসো রাবাডা সহ গুজরাটের বাকি বিদেশিরা দলের সঙ্গে ভারতেই থেকে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রয়েছেন শারফেন রুদারফোর্ড। একই অবস্থা বাটলারের। গ্রুপের তিনটে ম্যাচ বাকি গুজরাটের। টেবিল শীর্ষে রয়েছে শুভমন গিলরা। বাকি আইপিএলে পুরো দলই পাবে গুজরাট।
কলকাতা নাইট রাইডার্সের বিদেশিরা বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে বেঙ্গালুরু পৌঁছে যাবে। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় পর দুবাইয়ে রয়েছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল এবং ডোয়েন ব্রাভো। কাবুলে রয়েছেন রহমনুল্লা গুরবাজ। দুবাইয়ে ক্যারিবিয়ান দলকে যোগ দেবেন তিনি। একসঙ্গে যাবেন বেঙ্গালুরুতে। মালদ্বীপ থেকে দলের সঙ্গে বেঙ্গালুরুতে যোগ দেবেন আনরিচ নোখিয়া। বুধবারের মধ্যে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আইপিএলের প্লে অফ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শোনা গিয়েছিল, বাকি ম্যাচের জন্য আর ফিরবেন না দু'জন। ১১ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দু'জনেই অস্ট্রেলিয়া দলে রয়েছে। কিন্তু তাসত্ত্বেও আইপিএল ফের শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেবেন দুই অস্ট্রেলিয় তারকা। তবে হেনরিচ ক্লাসেন, এশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস এবং ইউয়ান মুল্ডারের ফেরার বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ফিরছেন পাঞ্জাবের তিন বিদেশি জেভিয়ার বার্টলেট, আজমাতুল্লাহ ওমারজাই এবং মিচেল ওয়েন। বৃহস্পতিবারের মধ্যে দলের সঙ্গে যোগ দেবে তাঁরা। তবে মার্কাস স্টোইনিস, মার্কো জ্যানসেন, জস ইংলিশ এবং অ্যারন হার্ডির ফেরার কোনও নিশ্চয়তা নেই।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?